Subscribe:

Ads 468x60px

Murder 3 (2013) - MP3 Songs *Releasing Soon*

Thursday, April 28, 2011

ইচ্ছা হলে এক্সপির টাক্সবারকে করুন সেভেনের মত

আমাদের সকলেরই উইন্ডোজ সেভেন সম্পর্কে কম বেশী ধারনা আছে । এই বহুল আলোচিত অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য একটি পরিবর্তন হচ্ছে টাক্সবার । এর প্রতিটি ট্যাবে টেক্সট এর পরিবর্তে আইকন থাকবে । এবং এই টাক্সবারের ধারন ক্ষমতা পূর্বের চেয়ে অনেক বেশী । তবে আমরা অনেকেই হয়ত জানিনা যে উইন্ডোজ এক্সপিতে সেভেনের মত টাক্সবার তৈরী করা যায় । সন্দেহ হলে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করে দেখতে পারেন ।
- প্রথমে run এ গিয়ে বক্সে লিখুন regedit । এবার ok দিন
- এখন বা পাশের লিস্ট থেকে যথাক্রমে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\WindowMetrics ওপেন করুন ।
- এবার ডান পাশের প্যানেলে নিচের যেকোন ফাকা স্থানে মাউসের রাইট বাটন চেপে
New/String Value সিলেক্ট করুন ।
- নতুন String Value এর নাম দিন MinWidth ।
- তারপর আপনার তৈরী করা String Value(MinWidth) এর উপর ডবল ক্লিক করুন । প্রাপ্ত বক্সে
Value Data এর স্থানে -255 লিখে ok চাপুন ।
- এবার লগ আউট করে আবার লগ ইন করুন (না হলে রিস্টার্ট করুন) । ব্যাস , আপনার টাক্সবার তৈরী সম্পন্ন ।
ছবি
আশা করি পছন্দ হবে । আর , না হলে একইভাবে গিয়ে আপনার নতুন তৈরী করা String Value টি ডিলেট করে ফেলুন ।

একই প্রক্রিয়া ভিস্তার ক্ষেত্রেও প্রযোজ্য ।

*Posted By SonaWebZone.Blogspot.Com*

USB করুন Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্

Windows xp উবুন্টু, লিনাক্স মিন্ট জন্য ২ GB, Windows 7 এর জন্য ৪ জিবি পেনড্রাইভের দরকার হবে।
প্রড থমে আপনার পেনড্রাইভকে NTFS করুন।
Click Start -> Click Run এবার টাইপ করুন Command অথবা keyboard থেকে window+r চাপুন cmd লিখে ইন্টার দিন ।
DOS Window আসবে কমান্ডে লিখুন convert G: /FS:NTFS লিখে ইন্টার দিন।
আমার ড্রাই (G) আপনার পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তা লিখুন হয়ত বা D অথবা অন কিছু । বাঁচ হয়ে গেলো USB ড্রাইভকে NTFS ফরম্যাট।
এখন করুন Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট
১. Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট CD আপনার Computer এর CD রুমে in করান।
২. Click Start -> Click Run এবার টাইপ করুন Command অথবা keyboard থেকে window+r চাপুন cmd লিখে ইন্টার দিন।
৩. DOS Window আসবে কমান্ডে লিখুন Xcopy F:\*.* /s/e/f G:\ লিখে ইন্টার দিন।
এখানে আমার CD রুন ( F: ) আপনার CD রুন ড্রাইভ যেড্রাইভে রয়েছে তাই লিখুন হয়ত বা D অথবা অন কিছু
তেমনি বাবে আমার ড্রাই (G) আপনার পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তা লিখুন হয়ত বা H অথবা অন কিছু
৪. USB Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট তরি করতে বেশি হলে ৬ থকে ১২ মিনিট সময় লাগবে।
এখন আপিন আপনার Computer Restart কের BIOS থেক USB থেক বুট করার জন কনিফগার কের দিন।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

ডেস্কটপ আইকনের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেলে যা করব

উইন্ডোজ অপারেটিং সিসটেম এর একশো-একটা সমস্যার মধ্যে এটি একটি সাধারন সমস্যা। অনেক সময় দেখা যায় যে, আমাদের ডেক্সটপ এর আইকন গুলোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেছে। এটা দেখতে খুবই বাজে লাগে। তবে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্ত হয়ে, আইকনগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। আজকে এমন সমস্য থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, তাই আপনাদের দেখাবো।
ছবি
প্রথমে, আপনার ডেক্সটপ এ গিয়ে, মাউস এর ডান বাটন টি চাপুন, এবং প্রপারটিস এ যান
ছবি
এবার, ডেক্সটপ ট্যাব টিতে যান। এবং কাস্টমাইয ডেক্সটপ বাটন টি চাপুন
ছবি
দেখতে পাচ্ছেন, নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এতে দুটো ট্যাব আছে। জ়েনারেল এবং ওয়েব। ওয়েব ট্যাব টি তে চাপুন।
ছবি
এবার, ওয়েব পেইজ লিখা বক্স এর ভিতরে যতগুলো চেক বক্স আছে, সমস্ত চেক বক্স গুলো কে আন-চেক করে দিন (টিক তুলে দিন)
ছবি
এখন, ওকে বাটন এ চাপুন, এবং পরবর্তি উইন্ডো তে ফিরে অ্যাপ্লাই বাটন এ চাপুন এবং ওকে করে বেরহয়ে আসুন।
ছবি
এবার দেখুন, আপনার ডেক্সটপ এর আইকন গুলো আবার পুর্বের মত হয়ে গেছে।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

ইউনিকোড ফন্ট

ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেতায়ন ব্যবস্থা। ইউনিকোড কনসোর্টিয়াম সংস্থা এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। যেকোন প্রতিষ্ঠান বা ব্যক্তি ফি দিয়ে সংস্থাটির সদস্য হতে পারে। ইউনিকোড কনসোটিয়াম একটি অলাভজনক সংগঠন যেটি ইউনিকোডের উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সংগঠনের মূল লক্ষ হচ্ছে সকল ভাষাকে একটি নির্দিষ্ট মানদন্ডে নিয়ে আসা। বিশ্বের প্রায় সব প্রধান কম্পিউটার সফ্টওয়্যার ও হার্ডওয়্যার প্রতিষ্ঠানসমূহ সংস্থাটির বর্তমান সদস্য।

আমার সংগ্রহে থাকা কিছু বাংলা ইউনিকোড ফন্ট। ডাইনলোড করতে
এখানে ক্লিক করুন।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

আপনার পেন ড্রাইভ NTFS ফরম্যাটে রুপ দিন

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি কম বেশী সবার কাছে পেন ড্রাইভ আছে। এমনকি কম্পিউটার না থাকলেও কারও কারও কাছে পেন ড্রাইভ আছে।
আজ আমরা দেখবো কিভাবে এই পেনড্রাইভ NTFS ফরম্যাটে আনা যায়।
আমরা সাধারণত দেখি যে পেনড্রাইভের ফরম্যাট থাকে FAT বা FAT32, যার জন্য কিছু জায়গা কম পাওয়া যায় এবং সুরক্ষার ক্ষেত্রে কম সুরক্ষা সম্পন্ন হয়। আমরা চাইলে এটি NTFS ফরম্যাটে নিয়ে জায়গা বাড়িয়ে নিতে পারি এবং সুরক্ষা বেশী করতে পারি।

এজন্য প্রথমেই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে।

তারপর রানে গিয়ে cmd লিখে এন্টার দিন এবং লিখুন convert X:/FS:NTFS লিখে এন্টার করুন। এখানে X এর জায়গায় আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার আছে তা দিন যেমন J,I হলে ঐটা। এখন My Computer এ right click করে properties এ যান। এখানে Compress Drive To Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। এখন Apply To Sub Folders and Files অপশনে ok করে বের হয়ে আসুন।

এখন পেনড্রাইভে কোন ফাইল কপি করলে বেশ জায়গা নিবে না ফলে অনেক মেমোরি বাঁচবে এবং আপনার পেনড্রাইভ সিকিউরিটি বাড়বে।
*Posted By SonaWebZone.Blogspot.Com* 

কি করবেন টাস্ক ম্যানেজার নিষ্ক্রিয় হলে ?

ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার নিষ্কিয় হয়ে যায়। ফলে টাস্ক ম্যানেজার খুলতে গেলে Task Manger has been Disable by your Administrator মেসেজ আসে/ হিডেন হয়ে থাকে।
এই টাস্ক ম্যানেজার সক্রিয় করার জন্য প্রথমে রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন। এবার USER Configuration/Administrative Templates/System/Ctrt+Alt+Deloptions থেকে Remove Task Manager-এর Disable or not Configured অপশন সিলেক্ট করে Ok করুন এবং গ্রুপ পলিসি বন্ধ করুন।
তাহলে টাস্ক ম্যানেজার সষ্ক্রিয় হবে। 
*Posted By SonaWebZone.Blogspot.Com*

মোবাইলে ব্রাউজ করুন বাংলা সাইট

যেসব মোবাইলে বাংলা সাপোর্ট নাই, সেসব মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না।চিন্তা করছেন কিভাবে (রংপুর লাইভ ডট কম) বাংলা সাইট পড়বেন। কিন্তু এখন আর কোন চিন্তা নাই, বাংলা সাপোর্ট না থাকা সত্ত্বেও এখন মোবাইলে বাংলা সাইট দেখা যাবে পড়া যাবে। শুধু মোবাইলে জাভা সাপোর্টেড এপ্লিকেশন চালানো গেলেই আপনি বাংলা দেখতে পারবেন। অপেরা মিনি’র নাম জানেন কি ? হ্যা অপেরা মিনি’র কথাই আমি বলছি।
আপনার মোবাইলে যদি জাভা সাপোর্ট থাকে, তাহলে প্রথমে অপেরা মিনি’র সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
মোবাইল থেকে ডাউনলোড করতে এড্রেস বার’এ লিখুন mini.opera.com
আর যদি পিসি থেকে ডাউনলোড করেন তাহলে operamini.com এ যান।
ডাউনলোড করে নিন অপেরামিনির সর্বশেষ ভার্সন। তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার’এ লিখুন about:config অথবা opera:config ।
তাহলে এখন কিছু অপশন আসবে। এর ৩ নম্বর যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts) এখানে yes করে দিন।
এখন দেখুন, মোবাইলে বাংলা সাইট গুলো আসে কি না। 
*Posted By SonaWebZone.Blogspot.Com*

কথা বলবে ফায়ারফক্স

জনপ্রিয় মুক্ত সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ব্যবহার করার সময় লেখাকে (টেক্সট) কথায় রূপান্তর করা যায়।

এ জন্য ‘স্পিক ইট’ নামের অ্যাড অন ইনস্টল করতে হবে।

১০ কিলোবাইটের এই প্রোগ্রাম addons.mozilla.org/en-US/firefox/addon/3552 ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। ইনস্টলের করে ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার পছন্দমতো টেক্সট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেনুর নিচে Say It অপশনে ক্লিক করলেই টেক্সট শোনা যাবে। 
*Posted By SonaWebZone.Blogspot.Com*

মাউসের ডান ক্লিকে এ্যাড করুন দরকারি দুই কাজ

বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ফাইল, ফোল্ডার কপি বা মুভ করা হয়ে থাকে।
চাইলে মাউসের ডান ক্লিক মেনুতে copy to folder move to folder নামের দুটি অপশন তৈরি করে ফাইল কপি/মুভ করার কাজটি আরও সহজ করতে পারেন।
এ জন্য প্রথমে Start/Run-এ গিয়ে notepad লিখে এন্টার করুন অথবা নোটপ্যাড ওপেন করুন।
এবার এতে নিচের সংকেতগুলো হুবহু লিখুন।



[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]


[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]

@=”{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}”

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]

@=”{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}”

এখন File/Save as থেকে All files নির্বাচন করুন Save as type হিসেবে। সবশেষে copytomoveto.reg নামে এটি সেইভ করুন।

দেখুন, নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরি হয়েছে। এই আইকনে ক্লিক করে নির্বাচিত করুন। এখন যেকোনো ফাইল/ফোল্ডারে মাউস রেখে ডান ক্লিক করে দেখুন copy to folder ও move to folder নামের নতুন দুটি অপশন এসেছে।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

টাস্কবারে নিজের নাম লিখুন

উইন্ডোজের টাস্কবারে সময়ের পাশে আপনার নাম লিখতে কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and language options এ-ক্লিক করুন।

তারপর Customize এ-ক্লিক করে Time ক্লিক করুন।


এবার AM এবং PM - এর পাশে আপনার নাম লিখুন। তারপর Apply করে বের হয়ে অসুন। দেখুন আপনার ডেস্কটপের ঘড়ির পাশে আপনার নাম এসেছে। 

*Posted By SonaWebZone.Blogspot.Com* 

স্টার্ট মেন্যুর গতি বাড়ান

উইন্ডোজ এক্সপিতে স্টার্ট মেন্যুতে শ্যাডো বা ছায়ার এফেক্ট দেওয়া থাকলে স্টার্ট মেন্যুতে বিভিন্ন আইকন ধীর গতিতে প্রদর্শিত হয়।
তবে শ্যাডো এফেক্ট বন্ধ করে মেন্যুর গতি বাড়ানো যায়।
এজন্যে ডেস্কটপে রাইট ক্লিক করে Poperties সিলেক্ট করূন।
এরপর Apperence ট্যাবে যান।
Effects বাটনে ক্লিক করুন।
এখন Shadows under Menus টিক বক্সের টিক চিহ্ন তুলে দিন।
Apply করে Ok করুন।
*Posted By SonWebZone.Blogspot.Com*

ডাউনলোড করুন বাংলা Dictionary

বই ঘটে ইংলিশ থেকে বাংলা অনুবাদ খুজতে কতই না সময় নস্টকির আমরা। আর খুঁজতে হবে না বই এর পাতার পর পাতা। বাংলা অনুবাদ খুঁজে দেবে মাত্র ১মেগাবাইট এর এই ছোট্ট সফটওয়্যার।
১৬০০০ শব্দের ইংলিশ থেকে বাংলা অনুবাদের জন্য ডাউণলোড করে দেখতে পারেন।

ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

পেনড্রাইভ থেকে আসা ভাইরাসকে প্রতিরোধ করুন

পেনড্রাইভ / সিডির মাধ্যমে ভাইরাস ছড়ানোর হার বেশি থাকে। এই ভাইরাসকে প্রতিরোধ করতে চাইলে অটো প্লে বন্ধ করে রাখতে পারেন।
এর ফলে

CD-ROM/DVD-ROM বা পেনড্রাইভের কোনো AutoPlay option কাজ করবে না এবং পিসিতে ভাইরাস আক্রমন করার সুযোগও থাকবে না।

আর একটি বিষয় লক্ষ রাখা উচিত, ফোল্ডার খুলতে চাইরে দুই ক্লিক না করে ডান ক্লিক করে Open করা উচিত।
এতে ওই ফোল্ডারে কোন ভাইরাস থাকলে তা আর ইনস্টল হবে না ( ডাবল ক্লিক এর কারনে ভাইরাস বেশী ছড়ায়)।
AutoPlay বন্ধ করার জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে Administrative Tools-এ যান।
এবার Services-এ ডাবল ক্লিক করুন। সব সেবার একটা তালিকা আসবে ।
Shell Heardware Detection সিলেক্ট করে প্রোপার্টিজে গিয়ে Disable এবং Stop করে Ok করুন।
এখন পেনড্রাইভ বা সিডি প্রবেশ করালেও AutoPlay হবে না।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

কি-বোর্ডেই চালু করুন আপনার কম্পিউটার

আমরা সাধারণত কম্পিউটার অন করার সময় সি.পি.ইউ এর পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করি।
কিন্তু অনেক সময় পাওয়ার বাটনে সমস্যা থাকলে অনেক চেষ্টার পর কম্পিউটার চালু হয়।
ইচ্ছে করলে আমরা এই পাওয়ার বাটন না চেপে কি-বোর্ড দিয়ে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি।
এজন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় BIOS এ প্রবেশ করতে হবে। (পাওয়ার বাটন চেপে কি-বোর্ডের Del কি চাপতে হবে)।
এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করুন Enter চাপুন। এরপর Power on my keyboard নির্বাচন করে Enter দিন।
Enter Password এ কোনো একটি Key(বাটন) পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিযে আসুন।
এখন আপনার কম্পিউটার বন্ধ করুন আর কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে দেখুন আপনার কম্পিউটার চালু হয় কিনা।
এই পদ্ধতিটা গিগাবাইট মাদার বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য । অন্যান্য মাদার বোর্ডে এ পদ্ধতি পাওয়া যাবে।

একটু চেষ্টা করুন। 
*Posted By SonaWebZone.Blogspot.Com* 

সহজেই লুকিয়ে ফেলুন আপনার পিসির হার্ডডিস্ক

অনেক সময় দেখা যায় নিজের ব্যাক্তিগত কম্পিউটারটি অন্য কেউ ব্যাবহার করার প্রয়োজন হয়ে উঠে। এমন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন, কম্পিউটারে হয়তো আপনার ব্যাক্তিগত কিছু আছে যা অন্য কাউকে দেখতে দিতে চান না। আর এ সমস্যার সমাধান হিসেবে আপনি চাইলে আপনার হার্ড ডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে।

কাজটি যেভাবে করবেনঃ

১। Start Menu > Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।
২। Group Policy নামে একটি Window আসবে।
৩। User configuration > Administrative Templates > Windows Components > Windows Explorer Commend দিন।
৪। ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে।
৫। ড্রাইভগুলো লুকানোর জন্য “Hide these specified drives in My Computer” এ ডাবল ক্লিক করুন।
৬। নতুন একটি Window আসবে সেখানে Enable নির্বাচন করুন।
৭। নিছে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোন একটি অথবা সবগুলো ড্রাইভ Hide করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply > ok করুন।

৮। এবার My Computer খুলে দেখুন ড্রাইভগুলো কোথায় যেন চলে গিয়েছে।

৯। একই নিয়মে ড্রাইভগুলোকে স্থগিত করে রাখতে পারেন।
এর জন্য “Prevent access to drives from My Computer” এ ডাবল ক্লিক করে উপরক্ত ৬ এবং ৭ নং নিয়ম অনুযায়ী কাজটি করে নিতে পারেন।
১০। পূর্বের সেটিংস এ ফিরে যেতে ৬ নং Option এ থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে। 
*Posted By SonaWebZone.Blogspot.Com*

কম্পিউটার হ্যাং হলে কি করবেন ?

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটারের সব কাজ থেমে যেতে পারে (হ্যাং হয়ে যাওয়া)। এ অবস্থায় Not Responding লেখা/বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়।এর ফলে সব কাজ বন্ধ হয়ে যায়।
ইচ্ছে করলে এ সমস্যাটি এড়ানো যায়।

এ জন্য আপনি প্রথমে Start থেকে Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান।

এখন ডানপাশের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে আসুন।
এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে।
এর ফলে পিসি হ্যাং হবে না। 

*Posted By SonaWebZone.Blogspot.Com*

Subscriptions

Subscribe Now!

Unlimited fun in one Blog