আমাদের সকলেরই উইন্ডোজ সেভেন সম্পর্কে কম বেশী ধারনা আছে । এই বহুল আলোচিত অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য একটি পরিবর্তন হচ্ছে টাক্সবার । এর প্রতিটি ট্যাবে টেক্সট এর পরিবর্তে আইকন থাকবে । এবং এই টাক্সবারের ধারন ক্ষমতা পূর্বের চেয়ে অনেক বেশী । তবে আমরা অনেকেই হয়ত জানিনা যে উইন্ডোজ এক্সপিতে সেভেনের মত টাক্সবার তৈরী করা যায় । সন্দেহ হলে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করে দেখতে পারেন ।
- প্রথমে run এ গিয়ে বক্সে লিখুন regedit । এবার ok দিন
- এখন বা পাশের লিস্ট থেকে যথাক্রমে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\WindowMetrics ওপেন করুন ।
- এবার ডান পাশের প্যানেলে নিচের যেকোন ফাকা স্থানে মাউসের রাইট বাটন চেপে
New/String Value সিলেক্ট করুন ।
- নতুন String Value এর নাম দিন MinWidth ।
- তারপর আপনার তৈরী করা String Value(MinWidth) এর উপর ডবল ক্লিক করুন । প্রাপ্ত বক্সে
Value Data এর স্থানে -255 লিখে ok চাপুন ।
- এবার লগ আউট করে আবার লগ ইন করুন (না হলে রিস্টার্ট করুন) । ব্যাস , আপনার টাক্সবার তৈরী সম্পন্ন ।
আশা করি পছন্দ হবে । আর , না হলে একইভাবে গিয়ে আপনার নতুন তৈরী করা String Value টি ডিলেট করে ফেলুন ।
একই প্রক্রিয়া ভিস্তার ক্ষেত্রেও প্রযোজ্য ।
- প্রথমে run এ গিয়ে বক্সে লিখুন regedit । এবার ok দিন
- এখন বা পাশের লিস্ট থেকে যথাক্রমে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\WindowMetrics ওপেন করুন ।
- এবার ডান পাশের প্যানেলে নিচের যেকোন ফাকা স্থানে মাউসের রাইট বাটন চেপে
New/String Value সিলেক্ট করুন ।
- নতুন String Value এর নাম দিন MinWidth ।
- তারপর আপনার তৈরী করা String Value(MinWidth) এর উপর ডবল ক্লিক করুন । প্রাপ্ত বক্সে
Value Data এর স্থানে -255 লিখে ok চাপুন ।
- এবার লগ আউট করে আবার লগ ইন করুন (না হলে রিস্টার্ট করুন) । ব্যাস , আপনার টাক্সবার তৈরী সম্পন্ন ।
আশা করি পছন্দ হবে । আর , না হলে একইভাবে গিয়ে আপনার নতুন তৈরী করা String Value টি ডিলেট করে ফেলুন ।
একই প্রক্রিয়া ভিস্তার ক্ষেত্রেও প্রযোজ্য ।
*Posted By SonaWebZone.Blogspot.Com*