Subscribe:

Ads 468x60px

Murder 3 (2013) - MP3 Songs *Releasing Soon*

Thursday, April 28, 2011

আপনার পেন ড্রাইভ NTFS ফরম্যাটে রুপ দিন

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি কম বেশী সবার কাছে পেন ড্রাইভ আছে। এমনকি কম্পিউটার না থাকলেও কারও কারও কাছে পেন ড্রাইভ আছে।
আজ আমরা দেখবো কিভাবে এই পেনড্রাইভ NTFS ফরম্যাটে আনা যায়।
আমরা সাধারণত দেখি যে পেনড্রাইভের ফরম্যাট থাকে FAT বা FAT32, যার জন্য কিছু জায়গা কম পাওয়া যায় এবং সুরক্ষার ক্ষেত্রে কম সুরক্ষা সম্পন্ন হয়। আমরা চাইলে এটি NTFS ফরম্যাটে নিয়ে জায়গা বাড়িয়ে নিতে পারি এবং সুরক্ষা বেশী করতে পারি।

এজন্য প্রথমেই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে।

তারপর রানে গিয়ে cmd লিখে এন্টার দিন এবং লিখুন convert X:/FS:NTFS লিখে এন্টার করুন। এখানে X এর জায়গায় আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার আছে তা দিন যেমন J,I হলে ঐটা। এখন My Computer এ right click করে properties এ যান। এখানে Compress Drive To Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। এখন Apply To Sub Folders and Files অপশনে ok করে বের হয়ে আসুন।

এখন পেনড্রাইভে কোন ফাইল কপি করলে বেশ জায়গা নিবে না ফলে অনেক মেমোরি বাঁচবে এবং আপনার পেনড্রাইভ সিকিউরিটি বাড়বে।
*Posted By SonaWebZone.Blogspot.Com* 

0 comments:

Post a Comment

Subscriptions

Subscribe Now!

Unlimited fun in one Blog