Subscribe:

Ads 468x60px

Murder 3 (2013) - MP3 Songs *Releasing Soon*

Thursday, April 28, 2011

কি-বোর্ডেই চালু করুন আপনার কম্পিউটার

আমরা সাধারণত কম্পিউটার অন করার সময় সি.পি.ইউ এর পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করি।
কিন্তু অনেক সময় পাওয়ার বাটনে সমস্যা থাকলে অনেক চেষ্টার পর কম্পিউটার চালু হয়।
ইচ্ছে করলে আমরা এই পাওয়ার বাটন না চেপে কি-বোর্ড দিয়ে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি।
এজন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় BIOS এ প্রবেশ করতে হবে। (পাওয়ার বাটন চেপে কি-বোর্ডের Del কি চাপতে হবে)।
এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করুন Enter চাপুন। এরপর Power on my keyboard নির্বাচন করে Enter দিন।
Enter Password এ কোনো একটি Key(বাটন) পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিযে আসুন।
এখন আপনার কম্পিউটার বন্ধ করুন আর কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে দেখুন আপনার কম্পিউটার চালু হয় কিনা।
এই পদ্ধতিটা গিগাবাইট মাদার বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য । অন্যান্য মাদার বোর্ডে এ পদ্ধতি পাওয়া যাবে।

একটু চেষ্টা করুন। 
*Posted By SonaWebZone.Blogspot.Com* 

0 comments:

Post a Comment

Subscriptions

Subscribe Now!

Unlimited fun in one Blog