Subscribe:

Ads 468x60px

Murder 3 (2013) - MP3 Songs *Releasing Soon*
Showing posts with label Tricks. Show all posts
Showing posts with label Tricks. Show all posts

Thursday, October 13, 2011

Pen Drive থেকে Xp Install (SonaWebZone Xclusive)




উপরের লিংক থেকে software টি আগে download করে নিন ।

১। Unzip করুন ।
২। আনজিপের পর WinToFlash অ্যাপ্লিকেশনটি চালু করুন।



৩। "Windows Setup Transfer Wizard" এর পাশের বাটনে ক্লিক করুন।
৪।  Advanced Tab/Run বাটনে চাপ দিন ।



৫। এবার আপনার উইন্ডোজের (এক্সপি/ভিস্তা/সেভেন) সেটাপ ফোল্ডারের লোকেশন (হার্ডড্রাইভ অথবা সিডি/ডিভিডি থেকে) এবং আপনার পেনড্রাইভ এর লোকেশন ঠিক করে দিয়ে নেক্সট বাটনে চাপ দিন।



৬। ওকে করুন....এবার পেনড্রাইভে ফাইল কপি শুরু হবে; কপি শেষ হতে কয়েক মিনিট লাগতে পারে।
৭। কপি হয়ে গেলে ওকে বাটন চাপুন।

ব্যস তৈরি হয়ে গেল আপনার বুটেবল উইন্ডোজ এক্সপি/ভিস্তা/সেভেন পেন ড্রাইভ। এবার বায়োসে বুট প্রায়োরিটি ইউএসবি ডিভাইস করে দিয়ে অনায়াসে সেটাপ করুন আপনার পছন্দের উইন্ডোজ।

বি:দ্র:
* এক্সপির জন্য কমপক্ষে ২ গিগা এবং ভিস্তা/সেভেনের জন্য কমপক্ষে ৪ গিগা পেনড্রাইভ দরকার হবে।
* পেনড্রাইভ বুটেবল করার আগে পেনড্রাইভের সব ডাটা হার্ড ড্রাইভে সেভ করে নেবেন। তবে বুটেবল করার পর পেনড্রাইভকে সাধারনভাবেই ব্যবহার করতে পারবেন।
* আপনার PC এ MOTHERBOARD এ USB BOOT OPTION টি থাকতে হবে ।

Saturday, July 30, 2011

How TO Use Rupee Symbol In Documents & Web Pages





Government recently changed the rupee symbol for the India currency.
Big question is that how to write the rupee symbol.

So here is a solution to it
NOTE:you cant write the rupee symbol on your webpage as you write on your documents. You have to follow different procedure for written documents and your webpages.


How to write Rupee symbol on your documents..
A new font released by Foradian Technologies which is used to write the Rupee symbol in written documents. You have to follow the process given below

1. Follow this link to download the Rupee font. Download
2. After download click on downloaded file install this font# Now go to your document and select the font 'Rupee Foradian' from your font list
# Now press the '~' given on the keyboard. Note that there is no need to press shift,ctrl or alt.


How to write the Rupee symbol on webpage.
You can do this in two ways ..
1. Using JavaScript.
add this JavaScript line in your head part of HTML page

2. Using style sheet
link your page with the external stylesheet by adding this link

now add this code line for writing symbol


I like to use JavaScript method for writing the symbol because it changes all the Rupee symbol. You need not to put extra effort on this. 
***Original Posted By SonaWebZone.Blogspot.Com***

Increase Your RAM Speed

RAM – Random Access Memory
is one of the main component of computer that is responsible for the process of the operating system.
Since all the Operating systems support Multiprocessing, hence require a good RAM speed.
Since all the current running processes are stored onto the RAM, it slows the system speed. Sometimes the process which have executed but are not required by the OS are stored on the RAM. So, here is a tricks to increase your RAM speed
We can clean the RAM just by using Notepad .
yes using notepad & no need to buy any software for that
The process is as follows.
Open Notepad
Type
FreeMem=Space(64000000)
save it as “CleanRAM.vbs” on desktop
Note: Type the name of file along with inverted commas
Run the file and your RAM may be free.
Of course you can edit the code in the file for a greater “cleaning-progress”.
For example:
FreeMem=Space(1280000000)
FreeMem=Space(2560000000)
FreeMem=Space(5120000000)
FreeMem=Space(10240000000)
***Posted By SonaWebZone.Blogspot.Com***

MS DOS In Colour

Are you getting boar with your command prompt (CMD) black color
if yes want to change it with other happening cool colors then here is the tricks for you
To do this follow these steps
1) Click on Start >Run then Type CMD
2) Command Prompt will open.

3) Type "color z"

4) List of numbers of colors will appear...Example: Blue=1

5) So, for changing CMD color to Blue color type:-"color 1"and then press Enter.
***Original Posted By SonaWebZone.Blogspot.Com***

Want To Know Who Used Your PC In Your Absence

Want to know Who Used Your Pc In Your Absence & what Did He Do?

just follow these simple steps

start > run >eventvwr.msc


Events are stored in three log files: Application, Security, and System.

These logs can be reviewed and archived.

For our purposes we want the System log. Click on "System" in the left-hand column for a list of events.

Look for a date and time when you weren't home and your computer should have been off.

double click on the eg: info n it will show u the detail.

You can also use this log to see how long someone was on the computer.

Just look at the time the computer was turned on and off for that day.
***Posted By SonaWebZone.Blogspot.Com***

Watch Live Tv For Free ~ 1st On ::SonaWebZone::

Watch Live TV on Your PC For Free

Now you can watch free Tv on your pc by just using a VLC player.

Step 1 : First of all you need to have VLC player, if you don’t have vlc player kindly download and install it

Step 2 : Now open Vlc Player, and select streaming option from the media menu present in the menu bar.





Step 3 : Select network option and enter the url of the streaming channel. For example if you want to view B4u Music you need to add url
rtsp://217.146.95.166:554/playlist/ch12zqcif.3gp
in the url field and then select play option from the stream drop down menu.




Step 4 : After you click play in the above step, the channel will start streaming and you can watch your favorite channels.




Here is the List of many other channels which you will love to watch
Channel Name
Link

NDTV rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_33.sdp
NDTV Profit rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_31.sdp
Times Now rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_2.sdp
Aaj Tak rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_4.sdp
CNBC Aawaz rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf1/cid_34.sdp
CNBC TV 18 rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_35.sdp
Headlines Today rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_7.sdp
NDTV 24×7 rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_29.sdp
NK News rtsp://94.75.250.53:554/rtplive/rknews.sdp
RAJ News rtsp://94.75.250.220:1935/live/rajnews2.sdp
ETV rtsp://94.75.250.53/rtplive/etv2low.sdp
Studio N rtsp://94.75.250.220:1935/live/studion2
SVBC rtsp://94.75.250.220/rtplive/svbclow
Zoo Vision rtsp://stream.zoovision.com/live.sdp
B4u Music rtsp://217.146.95.166:554/playlist/ch12zqcif.3gp
iMusic rtsp://217.146.95.166:554/playlist/ch26yqcif.3gp
Zee Tamil rtsp://121.244.145.226:554/prf1/cid_54.sdp
Zee Kannad rtsp://121.244.145.226:554/prf1/cid_55.sdp
Zee Bangla rtsp://121.244.145.226:554/prf1/cid_52.sdp
Music Box rtsp://stream.the.sk/live/musicbox/musicbox-3m.3gp
Bella Tv rtsp://217.146.95.166:554/playlist/ch29yqcif.3gp
Fashion Tv rtsp://217.146.95.166:554/playlist/ch27yqcif.3gp
Adventure rtsp://video3.multicasttech.com/AFTVAdventure3GPP296.sdp
Horror rtsp://video2.multicasttech.com/AFTVHorror3GPP296.sdp
Comedy rtsp://video3.multicasttech.com/AFTVComedy3GPP96.sdp
Classic rtsp://video3.multicasttech.com/AFTVClassics3GPP296.sdp
Crime rtsp://video2.multicasttech.com/AFTVCrime3GPP296.sdp
Mystery rtsp://video2.multicasttech.com/AFTVMystery3GPP296.sdp
Clubbing Tv rtsp://217.146.95.166:554/playlist/ch21yqcif.3gp 
***Original Posted By SonaWebZone.Blogspot.Com***

Lock Your PC When You Leave The Room

Have you wondered is there any app that can just lock off your computer without having to touch the keyboard?
Well, there is.
here is the application for you all
BtProx ( http://btprox.sourceforge.net/) is a free application that monitors the proximity of your computer to your cellphone or other bluetooth device . It will lock off your computer automatically, protecting its contents from prying eyes when the phone goes out of range which means you walk away from your computer. Obviously, you would take your cellphone you when you leave, wouldn't you? It will also unlock automatically when you return back, with your cellphone or other bluetooth device of course.
this is not all also with BtProx, you can set up an arrangement that automatically locks your computer and turns on the PC security system when you step away from the machine.
***Posted By SonaWebZone***

Thursday, July 7, 2011

*How to Add Song to Orkut Profile About me*

This is only for Orkut users. If you are not an Orkut users then open an Orkut account and enjoy this. To listen song on Orkut profile on About me you must need a HTML code and a song link that is in .mp3 format.
  1. The HTML code to add song on your Orkut Profile is given below.
  2. Click here to download the code.
  3. Download a mp3 song which you like to add on Orkut Profile About Me.
  4. But remember the song must in .mp3 format like :
    http://sound17.mp3pk.com/indian/prince/prince02(www.songs.pk).mp3
  5. Copy the song code and paste in the starmark given in the HTML code.
  6. Open your Orkut account. If you are using new version then apply older versionOrkut. Open Scrapbook.
  7. Paste the created code for song and click preview.
  8. Here you can listen your selected song. In preview you can see symbols. Copy the whole symbol.
  9. Now again go to new orkut.
  10. Open profile, select edit and paste the symbol in About Me. Now click save.
    *Original Posted By SonaWebZone.Blogspot.Com*

Friday, April 29, 2011

ওয়েব সার্চিংকে সহজ ও গতিময় করার কয়েকটি কৌশল

ইন্টারনেটে আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত অনেক জিনিস অনুসন্ধান করতে হয়। অনেক সময় সার্চ করে কাঙ্খিত বস্তু খুঁজে পাওয়া যায় না সঠিক কি-ওয়ার্ড প্রয়োগের অভাবে। ইন্টারনেটে তথ্য খুঁজে বের করলেই চলবে না বরং খোঁজার প্রক্রিয়াটি হওয়া চাই দ্রুত। অনেক সময়ই দেখা যায় কোন একটি বিষয়ে সার্চ করলে প্রচুর জবাব পাওয়া যায়। এগুলোর অনেকগুলোই অপ্রয়োজনীয়। সবগুলো লিঙ্ক সার্চ করতে গেলে কষ্টজর্জরিত ও সময়সাপেক্ষ হয়ে পড়বে। দ্রুত সার্চিং এর জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট ফলাফলটি পাওয়া যায়।
ডাবল কোটেশন(“ ”) চিহ্ন ব্যবহার করে সার্চিং
এ চিহ্নটি ব্যবহার করে কোনো বিষয়ের কার্যকর এবং সুনির্দিষ্টভাবে সার্চ করা যায়। আপনি যে বিষয়ের উপর জানতে চান সেটি কোটেশন চিহ্নের মধ্যে রাখা হলে সার্চ ইঞ্জিন কোটেশনের পুরো লাইন বা একাংশকে খুঁজবে, সে লাইনের ভাঙা অংশ খুঁজবে না। ধরা যাক, আপনি লন্ডন মিউজিয়াম সম্পর্কে জানতে চাচ্ছেন সেজন্য যেকোনো সার্চ ইঞ্জিনে প্রবেশ করে, সার্চিং এর টেক্সট বক্সে “London museum” লিখে সার্চ করুন। খুব দ্রুত লন্ডন মিউজিয়াম সম্পর্কে ওয়েবপেজ পেয়ে যাবেন। লন্ডন মিউজিয়াম  সম্পর্কিত তথ্য যেসব ওয়েবসাইটে রয়েছে শুধু সেগুলোর তালিকা আপনার সামনে উপস্থিত, সেখান থেকে কাঙ্খিত সাইটে ক্লিক করে আপনার তথ্য সংগ্রহ করে নিতে পারেন।
প্লাস চিহ্ন(+) ব্যবহার করে সার্চিং
+ চিহ্ন ব্যবহার করলে সার্চ ইঞ্জিন বুঝবে কোন পেইজে সেই শব্দ অবশ্যই থাকবে। অর্থাৎ কোনো বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক অন্য কোন বিষয়ের তথ্য পাওয়া যাবে। যেমন- History লিখে সার্চ করলে বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস সম্পর্কিত ওয়েবসাইটের তালিকা দেখাবে। কিন্তু History+Bangladesh লিখলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত ওয়েবসাইটের তালিকা প্রকাশ করবে।
মাইনাস চিহ্ন(-) ব্যবহার করে সার্চিং
এই চিহ্নটি ব্যবহার করে কোনো বিষয়ের সাথে প্রাসঙ্গিক অন্য কোন বিষয়কে(যেটা আপনার দরকার নেই) বাদ দিতে পারেন। এতে করে অপ্রাসাঙ্গিক কোন বিষয়ের বাহুল্যতা বর্জন করে দ্রুত সার্চ করা যাবে। ধরুন আপনি Health লিখে সার্চ করে অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। কিন্তু যদি শুধু মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে Health – man অর্থাৎ পুরুষদের স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট বাদ দিয়ে মহিলাদের স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট প্রদর্শন করবে।
OR ব্যবহার করে সার্চিং
OR ব্যবহার করে খুব সহজেই সার্চিং করা যায়। আপনি আমেরিকা কিংবা কানাডার একটি ভালো চাকরি খুঁজছেন। সেক্ষত্রে Job America OR Canada  লিখে সার্চ করুন। আমেরিকা কিংবা কানাডার চাকরি সম্পর্কিত ওয়েবসাইট গুলো আপনার সামনে চলে আসবে।
AND ও NOT ব্যবহার করে সার্চিং
AND এর ব্যবহার অনেকটা + এর মতোই। যেমন- আপনি একই সঙ্গে প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে জানতে চাচ্ছেন- তাহলে লিখুন Animals AND Plants এবার সার্চ করুন। NOT এর ব্যবহার অনেকটা – চিহ্নের মত।
গুগল সার্চ ইঞ্জিনে কিওয়ার্ডের বিভিন্ন ব্যবহার
কিওয়ার্ড/সিম্বল ব্যবহার ফলাফল
[+] History+Bangladesh বাংলাদেশ ও হিস্টরি শব্দ রয়েছে এমন ডকুমেন্ট খুঁজবে
[-] History-Bangladesh শুধু হিস্টরি শব্দ রয়েছে এমন সাইট দেখাবে,বাংলাদেশ নয়।
[~] ~transducer Transducer টার্মটি এমনকি এর প্রতিশব্দ বা সমার্থক শব্দও খুঁজবে।
OR May OR June মে বা জুন এদের উভয়ই রয়েছে এমন বিষয় খুঁজবে।
Cache: Cache:http://www.yoursite.com www.yoursite.com সাইটের গুগলের ক্যাশকৃত পেইজসমূহ ফিরে আসে।
Define: Define:virus Virus শব্দের সংজ্ঞা প্রদান করবে।
Site Apple site:www.food.com কেবলমাত্র www.food.com সাইটটির Apple শব্দটির মধ্যেই সার্চ সীমাবদ্ব থাকবে।
Related Related:www.greatvacations.com www.greatvacations.com সাইটটির সাথে সাদৃশ্যপূর্ণ সাইট সমূহের ফলাফল নিয়ে আসবে।
Info: Info:www.probarta.com www.probarta সাইট সম্পর্কিত যত তথ্য গুগলের রয়েছে তা উপস্থাপন করবে
গুগল সার্চ ইঞ্জিনের আর কিছু ব্যবহার
**সহজ থেকে জটিল ইকুয়েশনের জন্য গুগলের ক্যালকুলেটর ব্যবহার করা
সহজ থেকে জটিল ইকুয়েশনের জন্য গুগলের ক্যালকুলেটর ব্যবহার করা আগেই বলেছি, গুগলের সহজ সরল সাদামাটা চেহারা দেখে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। আপনি যখনই চান সহজ থেকে অগ্রসর পর্যায়ের হিসাব নিকাশ করার জন্য গুগল সার্চ বক্সকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন।
গুগল-এর ক্যালকুলেটর ব্যবহার করার জন্য খুব বেশি গাণিতিক প্রতীক ব্যবহার করতে হয় না, এ কারণে আপনি কোনো গাণিতিক ইকুয়েশনের উত্তর না খুঁজলেও সার্চ রেজাল্টের মধ্যে গাণিতিক উত্তর পেয়ে যেতে পারেন। গুগলের বিল্ট-ইন ক্যালকুলেটর ফাংশন ব্যবহার করার জন্য যে হিসাবটি করতে চান সেটি সহজসরলভাবে সার্চ বক্সের মধ্যে প্রবেশ করান। যেমন ২*২ লিখলেই গুণফলটি দেখিয়ে দেয়া হবে। অগ্রসর পর্যায় এছাড়াও নিচের তালিকায় উলেখিত বেশকিছু গাণিতিক প্রতীকও গুগল চিহ্নিত করতে পারে:
+ যোগফলের জন্য
- বিয়োগ করার জন্য
* গুণ করার জন্য
/ ভাগ করার জন্য
^ এক্সপোনেন্সিয়াল-এর জন্য (x to power of y)
% ভাগশেষ বের করার জন্য
বর্গমূল বের করার জন্য sqrt লিখে তার পেছনে সংখ্যাটি লিখতে হবে।
**গুগল ব্যবহার করে বিভিন্ন মুদ্রাকে রূপান্তর করা
বিভিন্ন সময় ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে আমাদের দেশীয় মুদ্রাকে বিদেশী বিভিন্ন মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন পড়ে। এই কনভারশনের কাজটি কার্যকরভাবে সারার জন্যও গুগল আপনার পাশে আছে। ধরুন ইন্টারনেটে আপনি জানলেন নতুন একটি ডেল ল্যাপটপের মূল্য ৫০০ ইউএস ডলার।
এখন জানা দরকার অন্য একটি মুদ্রায় সেটির পরিমাণ কত, তাহলে আপনাকে লিখতে হবে ৫০০ USD, তারপর লিখতে হবে in এবং তারপর ঐ মুদ্রার নাম। যদি আরব আমিরাত দিরহাম হয় তাহলে লিখবেন AED। দুর্ভাগ্যজনক হল, ভারতীয় ও পাকিস্তানী রুপীর রূপান্তর করা গেলেও আমাদের বাংলাদেশী টাকা (BDT) লিখে এটির সরাসরি উত্তর পাওয়া যায়নি, যদিও ইন্টারনেটের অন্যান্য কনভার্টার সফটওয়্যার (যেমন ইয়াহু কনভার্টার)-এর লিংক দেখানো হয়েছে।
**বিমানের ফ্লাইট সময়সূচি জানতে চাইলে
এমন হতে পারে যে আপনি বাড়িতে আছেন বা আছেন অফিসে, কিন্তু যেহেতু আপনার বিমান ধরার তাড়া আছে সেহেতু কিছু সময়ের মধ্যেই আপনাকে বিমানবন্দরের দিকে ছুটতে হবে। এসব ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বিমান বন্দরে আসা এবং ছেড়ে যাওয়া ফ্লাইট সময়সূচি জানার জন্যও আপনি গুগলের সাহায্য নিতে পারেন। গুগল সার্চ বক্সের মধ্যে এয়ারলাইন এবং ফ্লাইট নম্বর লিখুন এবং এন্টার দিন।
একটি নির্দিষ্ট বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের বিলম্ব সম্বন্ধেও জানতে পারবেন। এজন্য শহরের নাম অথবা বিমানবন্দরের তিন অক্ষরের কোড নাম লিখে তারপর লিখতে হবে airport কথাটি।
**ওজন, আয়তন ইত্যাদি ইউনিট রূপান্তর
আপনি গুগল ব্যবহার করে ওজন, উচ্চতা, আয়তন ইত্যাদি ইউনিটগুলোকে একটি থেকে আরেকটিতে রূপান্তরিত করতে পারেন। আপনি যে ইউনিটকে রূপান্তরিত করতে চান সেটিকে গুগল সার্চ বক্সে প্রবেশ করান, বাকি কাজ গুগলই করবে। গুগল ইউনিট কনভার্টার গুগল ক্যালকুলেটরেরই একটি অংশ।
যে ইউনিটকে রূপান্তরিত করতে চান সেটির নাম আগে লিখে তারপর in শব্দটি লিখে সার্চ বক্সে প্রবেশ করাবেন। উদাহরণস্বরূপ, ১০০ ফুটে কয় মিটার হয় জানতে চান। সরাসরি লিখুন 100 feet in meter তারপর এন্টার চাপুন। পরিমাপের সবচেয়ে প্রচলিত একক, যেমন ওজন, তাপমাত্রা, দূরত্ব, সময়, শক্তি, মুদ্রা ইত্যাদি রূপান্তরের জন্য আপনি গুগলের এই সুবিধা ব্যবহার করতে পারেন।
**কোনো শহর বা দেশের স্থানীয় সময় জানা
গুগল সার্চ বক্স ব্যবহার করে কোনো একটি শহর বা দেশের বর্তমান সময় জানা সম্ভব। এজন্য প্রথমে টাইপ করতে হবে time, তারপর স্পেস দিয়ে শহরের নাম। ব্যস। আবার time লিখে দেশের নাম লিখলেও সেদেশের স্থানীয় সময় দেখানো হবে।
যদি কোনো দেশে একাধিক টাইম জোন তথা স্থানীয় সময় থাকে তাহলে তার সবগুলো প্রদর্শন করা হবে, প্রধান প্রধান শহরের নামসহ।
**কোনো দেশ বা শহরে মানচিত্র দেখা
আপনি কি কোনো দেশ বা শহরে নতুন? বর্তমানে সেখানে অবস্থান করছেন কিন্তু সেদেশের ভূগোল সম্বন্ধে কিছুই জানেন না? তাহলে গুগলের শরণাপন্ন হোন। ঐ দেশ বা শহরটির নাম লিখুন, তারপর একটা স্পেস দিয়ে লিখুন map কথাটি। তাহলেই সার্চ রেজাল্টের শুরুতেই ঐ দেশ বা শহরের একটি প্রমাণ সাইজের মানচিত্র দেখানো হবে।
ঐ মানচিত্রে ক্লিক করলেই গুগল ম্যাপস সেটির একটি বড় ও বিস্তৃত ভারসন দেখানো হবে।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

সহজ উপায়ে পিসিকে গতিময় করার কয়েকটি টিপস

গতিময় পিসি সকলেরই কাঙ্খিত। সকলেই চায় তার পিসিটি অন্যান্যদের তুলনার গতিশীল হোক। তবে অবহেলার ফলে অনেকসময় পিসিতে অতিরিক্ত জাঙ্ক ফাইল জমা হয়ে যায় যার ফলে পিসি অনেক স্লো হয়ে পড়ে। আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য লেগে যায় হইচই। কলুর বলদের মত খুঁজে বেড়াতে হয় পিসিকে গতিময় করার বিভিন্ন সফটওয়্যার। কিন্তু সফটওয়্যারের দিকে না গিয়ে নিয়মিত পিসিকে পর্যবেক্ষন করলে আর এই সমস্যা হয় না।কারণ প্রতিটি অপারেটিং সিস্টেমে ডিফল্ট কিছু টুল থাকে যা ব্যবহার করে পিসির গতি বাড়ানো যায়। আর তাই থেকে পরিত্রানের জন্য কয়েকটি জানা কিন্তু প্রয়োজনীয় টিপস।
ডিস্ক ক্লিনআপ টুলের ব্যবহার
ডিস্ক ক্লিনআপ টুল ব্যবহারের ফলে প্রতিটি ডাইভ থাকে ঝঞ্ঝালমুক্ত। ডিস্ক ক্লিনআপ মূলত টেম্পরারী ইন্টারনেট ফাইলগুলোকে মুছে ফেলে, হার্ডড্রাইভের গতি বাড়ায়, অব্যবহৃত ও অপ্রয়োজনীয় বিভিন্ন ফাইল মুছে ফেলে। তাছাড়া এটি ত্রুটিপূর্ণ সংকেতবাহী ফাইলগুলোকে মুছে কম্পিউটারকে গতিময় করে। আর টুলটি ব্যবহার করতে এক্সপি ব্যবহারকারীদের যেতে হবে Start> All Programs> Accessories> System Tools> Disk Cleanupতারপর নির্দিষ্ট ড্রাইভ সিলেক্ট করে দিলে টুলটি তার কাজ করে নেবে।
ডিস্ক ডিফ্রাগমেন্টের ব্যবহার
ডিস্ক ডিফ্রাগমেন্ট টুলটার প্রধান কাজ হল হার্ডডিস্কে ছড়িয়ে থাকা বিভিন্ন টুকরো ফাইল খুঁজে এনে জোড়া লাগানো। পিসিকে প্রতিবার চালুর ফলে পিসিতে থাকা ফাইলগুলোতে বেশ পরিবর্তন লক্ষ করা যায়। প্রতিবার পিসি চালুর ফলে হার্ডড্রাইভে থাকা ফাইলের সাইজ কিছুটা বৃদ্বি পায়। এই সুবিধাটি ব্যবহার করার জন্য যেতে হবে Start> All Programs> Accessories> System Tools>Disk Defragmenter সেখান থেকে যে যে ডিস্কগুলো ডিফ্রাগ করতে চান সেটা সিলেক্ট করে ডিফ্রাগমেন্ট বাটনে ক্লিক করতে হবে।
ডিস্ক ইররগুলোকে শুদ্ধ করা
ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্ট টুল বাদেও ডিস্কে থাকা বিভিন্ন ফাইলের অখন্ডতা পরীক্ষা করতে ইরর চেকিং ইউটিলিটি টুলটি ব্যবহার করা যায়। টুলটি হার্ডড্রাইভের ক্ষতিগ্রস্ত শাখাগুলোর উন্নয়ন ঘটায়। হার্ডড্রাইভের এই ক্ষতিগ্রস্ত শাখাগুলোর ফলে পিসি স্লো হয়ে পড়ে। ইরর চেকিং ইউটিলিটি টুলটি সমস্ত ড্রাইভকে স্ক্যান করে ফাইল ইররগুলো দূর করে। এটি ব্যবহারের পথ হল প্রথমত ওপেন করা সমস্ত ফাইলগুলো বন্ধ করে Start>My Computer গিয়ে যে ড্রাইভের ইরর শুদ্ব করতে হবে সেই ডাইভের উপর মাউস রেখে মাউসের ডান বাটন ক্লিক করে Properties সিলেক্ট করতে হবে। তারপর টুলসে গিয়ে Check Now বাটনে ক্লিক করে Check Disk ডায়ালগ বক্স থেকে Scan for and attempt recovery of bad sector এ ক্লিক করে স্ট্যার্ট বাটনে ক্লিক করলে ইরর পরীক্ষা শুরু হবে।
অপ্রয়োজনীয় সফটগুলো আন-ইন্সটল করুন
কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যারগুলোই মূলত ড্রাইভের প্রচুর জায়গা খায়। অতিরিক্ত সফটওয়্যার ব্যবহারের ফলে পিসি অনেক ধীর গতিতে চলতে থাকে। তাই অব্যবহৃত সফটওয়্যারগুলো আন-ইন্সটল করে দিলে প্রথমত জায়গা খালি হয় দ্বিতীয়ত কম্পিউটার গতিপ্রাপ্ত হয়। আন-ইন্সটলের জন্য পিসিতে ডিফল্ট আন-ইন্সটলার থাকে। তাতে খুশি না হলে থার্ড পার্টি আন-ইন্সটলার সফটওয়্যারও পাওয়া যায়।
সাম্প্রতিক ডকুমেন্টস ও টেম্প পরিষ্কার রাখুন
পিসি ওপেন করার পর প্রতিটি ফোল্ডার বা ফাইলের ক্লিকের রেকর্ডগুলো একটি ফোল্ডারে সংরক্ষিত থাকে যা মাই রিসেন্ট ডকুমেন্টস নামে পরিচিত। ক্লিক প্রায় প্রতিটি ফাইলই এই ফোল্ডারে জমা হয়। তবে আসল ফাইল-ফোল্ডারগুলো জমা হয় না,জমা হয় শুধু শটকার্ট ফাইল। অতিরিক্ত জমা হয়ে গেলে তখন সেই ফাইল-ফোল্ডার গুলো ডিলিট করার প্রয়োজন হয় নতুবা পিসি স্লো হয়ে যায়। আর কাজটি করতে Start>Run>recent documents এ গিয়ে যত ফাইল আছে ctrl+a চেপে ডিলিট চাপ দিলেই কাজ খতম। একইভাবে Run থেকে temp লিখে এন্টার চাপ দিন তারপর ধরে ডিলিট দিন। আবার  %temp% লিখেও একই পদ্বতিতে কাজিটি করতে হবে।  অনেকসময় ইরর মেসেজ আসতে পারে,সেগুলো বুঝে অগ্রসর হওয়া ভালো।
সফটওয়্যার ইন্সটলের ক্ষেত্রে সতর্কতা
সফটওয়্যার ইন্সটলের সময় একটি জিনিস প্রায় সবার মধ্য লক্ষ করা যায় যে,আমরা অনেকে ইন্সটলের সময় না বুঝে কোন কিছু না পড়েই নেক্সট…নেক্সট দিয়ে ফিনিস করে দেই। এর ফলে অনেক সময় সফটওয়্যার ইন্সটলের সাথে সাথে বাড়তি টুল ইন্সটল হয়ে যায় যা সচরাচর আমাদের কাজে লাগে না। এগুলোও কিন্তু পিসির জায়গা নষ্ট করার জন্য দায়ী এবং এগুলোর ফলে পিসি স্লো হয়ে পড়ে। তাই ইন্সটলের সময় সফটওয়্যারের সাথে যদি কোন অপ্রয়োজনীয় টুল থাকে তা আন-চেক করে ইন্সটল করা উচিত।
ডেস্কটপকে যত সম্ভব জঞ্জালমুক্ত রাখুন
ডেস্কটপে প্রয়োজনীয় শটকার্ট ফাইল ছাড়া আর কিছু না রাখা ভালো। কারণ ডেস্কটপে অতিরিক্ত ফাইল-ফোল্ডার থাকলে পিসি প্রচুর স্লো হয়ে যায়। ডেস্কটপের ওয়ালপেপারও হালকা হওয়া উচিত। ডেস্কটপকে জঞ্জালমুক্ত রাখতে পারলে কম্পিউটার ব্যবহারের সময় নিজে্র সাচ্ছন্দবোধ হবে। তানাহলে একবার ভেবে দেখুব কম্পিউটার ছাড়ার পরেই যখন চোখের সামনে এক গাদা ফাইল-ফোল্ডার থাকবে তখন নিজের কাছে কেমন মনে হবে।
স্টার্ট আপের সময় কমিয়ে নিন
কম্পিউটারে আমরা অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করি যা স্টার্ট আপের সময় লোড হয়। যার ফলে এতে প্রচুর সময় লাগে। এই সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন। আপনার কম্পিউটার স্টার্টের ক্ষেত্রে দ্রুততার জন্য প্রথমে start>run এ গিয়ে msconfig কমান্ডটি লিখুন। এবার একটি বক্স আসবে যাতে স্টার্টআপে গিয়ে আপনার যে প্রোগ্রামগুলো দরকার তা রেখে অন্যসব আনচেক করে দিন। এখন ওকে দিয়ে রিস্টার্ট করুন। এরপর দেখুন অনেক কম সময়ে আপনার কম্পিউটার স্টার্ট হচ্ছে।
অপ্রয়োজনীয় ফাইল দূর করুন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হার্ডডিস্ক ড্রাইভে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করতে Start>Run  এ গিয়ে cleanmgr লিখে এন্টার চাপুন। এখন একটি মেন্যু আসবে, এখান থেকে যে ড্রাইভ পরিষ্কার করতে চান, সেটি নির্বাচন করে ওকে দিন। এখন যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে চান, সেগুলোতে টিক চিহ্ন দিয়ে ওকে করলেই ড্রাইভ পরিষ্কার হয়ে যাবে।
সফটওয়্যারের ব্যবহার
যদি আপনি সফটওয়্যার প্রেমী হোন আর এসব পদ্বতিতে কাজ সারতে নারাজ তাহলে তাদের জন্য সফটওয়্যারই একমাত্র সম্বল। পিসিকে গতিময় করার অনেক ভালো সফটওয়্যার আছে। সফটওয়্যার ভালো মানের হওয়া আবশ্যক নাহলে অনেক সময় গতিময় করতে গিয়ে দেখা গেল কোন সিস্টেম ফাইলকেই মুছে ফেলল। তবে আমার মতে সফটওয়্যার ব্যবহার করতে নিচের এই তিনটি সফটওয়্যারই শ্রেষ্ঠ যা আপনার পিসিকে সকল ঝামেলা থেকে মুক্তি দিতে পারবে।
আশা করি এই তিনটি ব্যবহারকারীদের চাহিদা মেটাবে।
আমাদের মধ্যে অনেকেরই পিসিতে পূর্ণ দখল আছে। তবুও অলসতা বসত বা অন্য কোন কারণে আমরা এইসব ডিফল্ট প্রোগ্রামকে অবহেলা করি। অন্তত দিনে একবার না হলেও সপ্তাহে একবার না হলে মাসে একবার এগুলো মেইনটেইন করা উচিত। যদিও অ্যাডভান্স ইউজাররা সচরাচর অ্যাডভান্স সফটগুলোর প্রতি ঝুঁকেন বেশী। তবুও নতুনদের জন্য এগুলো খুবই কাজ দেবে বলে আমি বিশ্বাস করি।
*Posted By SonaWebZone.Blogpot.Com*

Thursday, April 28, 2011

ইচ্ছা হলে এক্সপির টাক্সবারকে করুন সেভেনের মত

আমাদের সকলেরই উইন্ডোজ সেভেন সম্পর্কে কম বেশী ধারনা আছে । এই বহুল আলোচিত অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য একটি পরিবর্তন হচ্ছে টাক্সবার । এর প্রতিটি ট্যাবে টেক্সট এর পরিবর্তে আইকন থাকবে । এবং এই টাক্সবারের ধারন ক্ষমতা পূর্বের চেয়ে অনেক বেশী । তবে আমরা অনেকেই হয়ত জানিনা যে উইন্ডোজ এক্সপিতে সেভেনের মত টাক্সবার তৈরী করা যায় । সন্দেহ হলে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করে দেখতে পারেন ।
- প্রথমে run এ গিয়ে বক্সে লিখুন regedit । এবার ok দিন
- এখন বা পাশের লিস্ট থেকে যথাক্রমে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\WindowMetrics ওপেন করুন ।
- এবার ডান পাশের প্যানেলে নিচের যেকোন ফাকা স্থানে মাউসের রাইট বাটন চেপে
New/String Value সিলেক্ট করুন ।
- নতুন String Value এর নাম দিন MinWidth ।
- তারপর আপনার তৈরী করা String Value(MinWidth) এর উপর ডবল ক্লিক করুন । প্রাপ্ত বক্সে
Value Data এর স্থানে -255 লিখে ok চাপুন ।
- এবার লগ আউট করে আবার লগ ইন করুন (না হলে রিস্টার্ট করুন) । ব্যাস , আপনার টাক্সবার তৈরী সম্পন্ন ।
ছবি
আশা করি পছন্দ হবে । আর , না হলে একইভাবে গিয়ে আপনার নতুন তৈরী করা String Value টি ডিলেট করে ফেলুন ।

একই প্রক্রিয়া ভিস্তার ক্ষেত্রেও প্রযোজ্য ।

*Posted By SonaWebZone.Blogspot.Com*

USB করুন Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্

Windows xp উবুন্টু, লিনাক্স মিন্ট জন্য ২ GB, Windows 7 এর জন্য ৪ জিবি পেনড্রাইভের দরকার হবে।
প্রড থমে আপনার পেনড্রাইভকে NTFS করুন।
Click Start -> Click Run এবার টাইপ করুন Command অথবা keyboard থেকে window+r চাপুন cmd লিখে ইন্টার দিন ।
DOS Window আসবে কমান্ডে লিখুন convert G: /FS:NTFS লিখে ইন্টার দিন।
আমার ড্রাই (G) আপনার পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তা লিখুন হয়ত বা D অথবা অন কিছু । বাঁচ হয়ে গেলো USB ড্রাইভকে NTFS ফরম্যাট।
এখন করুন Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট
১. Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট CD আপনার Computer এর CD রুমে in করান।
২. Click Start -> Click Run এবার টাইপ করুন Command অথবা keyboard থেকে window+r চাপুন cmd লিখে ইন্টার দিন।
৩. DOS Window আসবে কমান্ডে লিখুন Xcopy F:\*.* /s/e/f G:\ লিখে ইন্টার দিন।
এখানে আমার CD রুন ( F: ) আপনার CD রুন ড্রাইভ যেড্রাইভে রয়েছে তাই লিখুন হয়ত বা D অথবা অন কিছু
তেমনি বাবে আমার ড্রাই (G) আপনার পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তা লিখুন হয়ত বা H অথবা অন কিছু
৪. USB Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট তরি করতে বেশি হলে ৬ থকে ১২ মিনিট সময় লাগবে।
এখন আপিন আপনার Computer Restart কের BIOS থেক USB থেক বুট করার জন কনিফগার কের দিন।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

ডেস্কটপ আইকনের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেলে যা করব

উইন্ডোজ অপারেটিং সিসটেম এর একশো-একটা সমস্যার মধ্যে এটি একটি সাধারন সমস্যা। অনেক সময় দেখা যায় যে, আমাদের ডেক্সটপ এর আইকন গুলোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেছে। এটা দেখতে খুবই বাজে লাগে। তবে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্ত হয়ে, আইকনগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। আজকে এমন সমস্য থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, তাই আপনাদের দেখাবো।
ছবি
প্রথমে, আপনার ডেক্সটপ এ গিয়ে, মাউস এর ডান বাটন টি চাপুন, এবং প্রপারটিস এ যান
ছবি
এবার, ডেক্সটপ ট্যাব টিতে যান। এবং কাস্টমাইয ডেক্সটপ বাটন টি চাপুন
ছবি
দেখতে পাচ্ছেন, নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এতে দুটো ট্যাব আছে। জ়েনারেল এবং ওয়েব। ওয়েব ট্যাব টি তে চাপুন।
ছবি
এবার, ওয়েব পেইজ লিখা বক্স এর ভিতরে যতগুলো চেক বক্স আছে, সমস্ত চেক বক্স গুলো কে আন-চেক করে দিন (টিক তুলে দিন)
ছবি
এখন, ওকে বাটন এ চাপুন, এবং পরবর্তি উইন্ডো তে ফিরে অ্যাপ্লাই বাটন এ চাপুন এবং ওকে করে বেরহয়ে আসুন।
ছবি
এবার দেখুন, আপনার ডেক্সটপ এর আইকন গুলো আবার পুর্বের মত হয়ে গেছে।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

আপনার পেন ড্রাইভ NTFS ফরম্যাটে রুপ দিন

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি কম বেশী সবার কাছে পেন ড্রাইভ আছে। এমনকি কম্পিউটার না থাকলেও কারও কারও কাছে পেন ড্রাইভ আছে।
আজ আমরা দেখবো কিভাবে এই পেনড্রাইভ NTFS ফরম্যাটে আনা যায়।
আমরা সাধারণত দেখি যে পেনড্রাইভের ফরম্যাট থাকে FAT বা FAT32, যার জন্য কিছু জায়গা কম পাওয়া যায় এবং সুরক্ষার ক্ষেত্রে কম সুরক্ষা সম্পন্ন হয়। আমরা চাইলে এটি NTFS ফরম্যাটে নিয়ে জায়গা বাড়িয়ে নিতে পারি এবং সুরক্ষা বেশী করতে পারি।

এজন্য প্রথমেই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে।

তারপর রানে গিয়ে cmd লিখে এন্টার দিন এবং লিখুন convert X:/FS:NTFS লিখে এন্টার করুন। এখানে X এর জায়গায় আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার আছে তা দিন যেমন J,I হলে ঐটা। এখন My Computer এ right click করে properties এ যান। এখানে Compress Drive To Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। এখন Apply To Sub Folders and Files অপশনে ok করে বের হয়ে আসুন।

এখন পেনড্রাইভে কোন ফাইল কপি করলে বেশ জায়গা নিবে না ফলে অনেক মেমোরি বাঁচবে এবং আপনার পেনড্রাইভ সিকিউরিটি বাড়বে।
*Posted By SonaWebZone.Blogspot.Com* 

কি করবেন টাস্ক ম্যানেজার নিষ্ক্রিয় হলে ?

ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার নিষ্কিয় হয়ে যায়। ফলে টাস্ক ম্যানেজার খুলতে গেলে Task Manger has been Disable by your Administrator মেসেজ আসে/ হিডেন হয়ে থাকে।
এই টাস্ক ম্যানেজার সক্রিয় করার জন্য প্রথমে রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন। এবার USER Configuration/Administrative Templates/System/Ctrt+Alt+Deloptions থেকে Remove Task Manager-এর Disable or not Configured অপশন সিলেক্ট করে Ok করুন এবং গ্রুপ পলিসি বন্ধ করুন।
তাহলে টাস্ক ম্যানেজার সষ্ক্রিয় হবে। 
*Posted By SonaWebZone.Blogspot.Com*

মোবাইলে ব্রাউজ করুন বাংলা সাইট

যেসব মোবাইলে বাংলা সাপোর্ট নাই, সেসব মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না।চিন্তা করছেন কিভাবে (রংপুর লাইভ ডট কম) বাংলা সাইট পড়বেন। কিন্তু এখন আর কোন চিন্তা নাই, বাংলা সাপোর্ট না থাকা সত্ত্বেও এখন মোবাইলে বাংলা সাইট দেখা যাবে পড়া যাবে। শুধু মোবাইলে জাভা সাপোর্টেড এপ্লিকেশন চালানো গেলেই আপনি বাংলা দেখতে পারবেন। অপেরা মিনি’র নাম জানেন কি ? হ্যা অপেরা মিনি’র কথাই আমি বলছি।
আপনার মোবাইলে যদি জাভা সাপোর্ট থাকে, তাহলে প্রথমে অপেরা মিনি’র সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
মোবাইল থেকে ডাউনলোড করতে এড্রেস বার’এ লিখুন mini.opera.com
আর যদি পিসি থেকে ডাউনলোড করেন তাহলে operamini.com এ যান।
ডাউনলোড করে নিন অপেরামিনির সর্বশেষ ভার্সন। তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার’এ লিখুন about:config অথবা opera:config ।
তাহলে এখন কিছু অপশন আসবে। এর ৩ নম্বর যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts) এখানে yes করে দিন।
এখন দেখুন, মোবাইলে বাংলা সাইট গুলো আসে কি না। 
*Posted By SonaWebZone.Blogspot.Com*

কথা বলবে ফায়ারফক্স

জনপ্রিয় মুক্ত সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ব্যবহার করার সময় লেখাকে (টেক্সট) কথায় রূপান্তর করা যায়।

এ জন্য ‘স্পিক ইট’ নামের অ্যাড অন ইনস্টল করতে হবে।

১০ কিলোবাইটের এই প্রোগ্রাম addons.mozilla.org/en-US/firefox/addon/3552 ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। ইনস্টলের করে ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার পছন্দমতো টেক্সট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেনুর নিচে Say It অপশনে ক্লিক করলেই টেক্সট শোনা যাবে। 
*Posted By SonaWebZone.Blogspot.Com*

মাউসের ডান ক্লিকে এ্যাড করুন দরকারি দুই কাজ

বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ফাইল, ফোল্ডার কপি বা মুভ করা হয়ে থাকে।
চাইলে মাউসের ডান ক্লিক মেনুতে copy to folder move to folder নামের দুটি অপশন তৈরি করে ফাইল কপি/মুভ করার কাজটি আরও সহজ করতে পারেন।
এ জন্য প্রথমে Start/Run-এ গিয়ে notepad লিখে এন্টার করুন অথবা নোটপ্যাড ওপেন করুন।
এবার এতে নিচের সংকেতগুলো হুবহু লিখুন।



[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]


[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]

@=”{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}”

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]

@=”{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}”

এখন File/Save as থেকে All files নির্বাচন করুন Save as type হিসেবে। সবশেষে copytomoveto.reg নামে এটি সেইভ করুন।

দেখুন, নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরি হয়েছে। এই আইকনে ক্লিক করে নির্বাচিত করুন। এখন যেকোনো ফাইল/ফোল্ডারে মাউস রেখে ডান ক্লিক করে দেখুন copy to folder ও move to folder নামের নতুন দুটি অপশন এসেছে।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

টাস্কবারে নিজের নাম লিখুন

উইন্ডোজের টাস্কবারে সময়ের পাশে আপনার নাম লিখতে কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and language options এ-ক্লিক করুন।

তারপর Customize এ-ক্লিক করে Time ক্লিক করুন।


এবার AM এবং PM - এর পাশে আপনার নাম লিখুন। তারপর Apply করে বের হয়ে অসুন। দেখুন আপনার ডেস্কটপের ঘড়ির পাশে আপনার নাম এসেছে। 

*Posted By SonaWebZone.Blogspot.Com* 

স্টার্ট মেন্যুর গতি বাড়ান

উইন্ডোজ এক্সপিতে স্টার্ট মেন্যুতে শ্যাডো বা ছায়ার এফেক্ট দেওয়া থাকলে স্টার্ট মেন্যুতে বিভিন্ন আইকন ধীর গতিতে প্রদর্শিত হয়।
তবে শ্যাডো এফেক্ট বন্ধ করে মেন্যুর গতি বাড়ানো যায়।
এজন্যে ডেস্কটপে রাইট ক্লিক করে Poperties সিলেক্ট করূন।
এরপর Apperence ট্যাবে যান।
Effects বাটনে ক্লিক করুন।
এখন Shadows under Menus টিক বক্সের টিক চিহ্ন তুলে দিন।
Apply করে Ok করুন।
*Posted By SonWebZone.Blogspot.Com*

Subscriptions

Subscribe Now!

Unlimited fun in one Blog