Pages

Thursday, April 28, 2011

মাউসের ডান ক্লিকে এ্যাড করুন দরকারি দুই কাজ

বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ফাইল, ফোল্ডার কপি বা মুভ করা হয়ে থাকে।
চাইলে মাউসের ডান ক্লিক মেনুতে copy to folder move to folder নামের দুটি অপশন তৈরি করে ফাইল কপি/মুভ করার কাজটি আরও সহজ করতে পারেন।
এ জন্য প্রথমে Start/Run-এ গিয়ে notepad লিখে এন্টার করুন অথবা নোটপ্যাড ওপেন করুন।
এবার এতে নিচের সংকেতগুলো হুবহু লিখুন।



[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]


[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]

@=”{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}”

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]

@=”{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}”

এখন File/Save as থেকে All files নির্বাচন করুন Save as type হিসেবে। সবশেষে copytomoveto.reg নামে এটি সেইভ করুন।

দেখুন, নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরি হয়েছে। এই আইকনে ক্লিক করে নির্বাচিত করুন। এখন যেকোনো ফাইল/ফোল্ডারে মাউস রেখে ডান ক্লিক করে দেখুন copy to folder ও move to folder নামের নতুন দুটি অপশন এসেছে।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

No comments:

Post a Comment