Pages

Thursday, April 28, 2011

পেনড্রাইভ থেকে আসা ভাইরাসকে প্রতিরোধ করুন

পেনড্রাইভ / সিডির মাধ্যমে ভাইরাস ছড়ানোর হার বেশি থাকে। এই ভাইরাসকে প্রতিরোধ করতে চাইলে অটো প্লে বন্ধ করে রাখতে পারেন।
এর ফলে

CD-ROM/DVD-ROM বা পেনড্রাইভের কোনো AutoPlay option কাজ করবে না এবং পিসিতে ভাইরাস আক্রমন করার সুযোগও থাকবে না।

আর একটি বিষয় লক্ষ রাখা উচিত, ফোল্ডার খুলতে চাইরে দুই ক্লিক না করে ডান ক্লিক করে Open করা উচিত।
এতে ওই ফোল্ডারে কোন ভাইরাস থাকলে তা আর ইনস্টল হবে না ( ডাবল ক্লিক এর কারনে ভাইরাস বেশী ছড়ায়)।
AutoPlay বন্ধ করার জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে Administrative Tools-এ যান।
এবার Services-এ ডাবল ক্লিক করুন। সব সেবার একটা তালিকা আসবে ।
Shell Heardware Detection সিলেক্ট করে প্রোপার্টিজে গিয়ে Disable এবং Stop করে Ok করুন।
এখন পেনড্রাইভ বা সিডি প্রবেশ করালেও AutoPlay হবে না।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

No comments:

Post a Comment