Pages

Thursday, April 28, 2011

ডেস্কটপ আইকনের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেলে যা করব

উইন্ডোজ অপারেটিং সিসটেম এর একশো-একটা সমস্যার মধ্যে এটি একটি সাধারন সমস্যা। অনেক সময় দেখা যায় যে, আমাদের ডেক্সটপ এর আইকন গুলোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেছে। এটা দেখতে খুবই বাজে লাগে। তবে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্ত হয়ে, আইকনগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। আজকে এমন সমস্য থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, তাই আপনাদের দেখাবো।
ছবি
প্রথমে, আপনার ডেক্সটপ এ গিয়ে, মাউস এর ডান বাটন টি চাপুন, এবং প্রপারটিস এ যান
ছবি
এবার, ডেক্সটপ ট্যাব টিতে যান। এবং কাস্টমাইয ডেক্সটপ বাটন টি চাপুন
ছবি
দেখতে পাচ্ছেন, নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এতে দুটো ট্যাব আছে। জ়েনারেল এবং ওয়েব। ওয়েব ট্যাব টি তে চাপুন।
ছবি
এবার, ওয়েব পেইজ লিখা বক্স এর ভিতরে যতগুলো চেক বক্স আছে, সমস্ত চেক বক্স গুলো কে আন-চেক করে দিন (টিক তুলে দিন)
ছবি
এখন, ওকে বাটন এ চাপুন, এবং পরবর্তি উইন্ডো তে ফিরে অ্যাপ্লাই বাটন এ চাপুন এবং ওকে করে বেরহয়ে আসুন।
ছবি
এবার দেখুন, আপনার ডেক্সটপ এর আইকন গুলো আবার পুর্বের মত হয়ে গেছে।
*Posted By SonaWebZone.Blogspot.Com*

No comments:

Post a Comment